বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্যসমুহ: |
যে সকল বিষয়ে ভর্তি চলছে |
· ৬ একর জায়গার উপর নিজস্ব ক্যাম্পাস · মনোরম প্রাকৃতিক পরিবেশ · অভিজ্ঞ, দক্ষ ও স্থায়ী শিক্ষকমন্ডলী · ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্তদের জন্য ক্রেডিট ওয়েভারের ব্যবস্থা · ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্তদের (শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠানের ব্যবস্থা) · ১০০% পর্যন্ত ক্রেডিট ফি ছাড় · হোস্টেল ও পরিবহন সুবিধা · মাল্টিমিডিয়া ক্লাসরুম · সমৃদ্ধ লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব · সমৃদ্ধ ইঞ্জিনিয়ারিং ল্যাব · যুগোপযোগী সিলেবাস · বৃহৎ খেলার মাঠ · স্কলারশীপের ও আর্থিক সহায়তার ব্যবস্থা |
· বি.এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) · বি.এসসি ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) · বি.এসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE) · বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) · ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (BBA) · মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (MBA) · মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (EMBA) ·ব্যাচেলর অব ‘ল’ (LL.B) (অনার্স) · LL.M (1&2 years) · বি.এ. (অনার্স) ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার (B.A. Hon’s in English Language & · M.A. in English (1 & 2 years) |
ভর্তির আবেদনের শেষ তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০১৭ |
ভর্তির যোগাযোগের ঠিকানা |
ক্যাম্পাস : গ্রাম–মধুপুর, পোঃ–কার্তিকপুর, উপজেলা–ভেদরগঞ্জ, জেলা–শরীয়তপুর।
মোবাইল : ০১৭৭৫২১৭১১৭, ০১৭৩৪৩৮১১৬৫, ০১৭৪৫৮৬৩৪০৯
ই–মেইল : zhsust.campus@gmail.com, admission@zhsust.edu.bd
ঢাকা অফিস : ২৯৫/ঝ/১৪, রায়ের বাজার, সিকদার রিয়েল এস্টেট, পশ্চিম ধানমন্ডি, ঢাকা–১২০৯।
মোবাইল : 0১৭৬৮৭৩৪৫৮২ , ফোনঃ ৮৮–০২–৮১১৩৩১৩, ৮১১০১০১,
ফ্যাক্সঃ ৮৮–০২–৮১১৫৯৬৫ ই–মেইল : zhsust.2012@gmail.com
web: www.zhsust.edu.bd
বিশ্ববিদ্যালয় প্রদত্ত আর্থিক সুবিধা : ফল সেমিস্টার 2017 |
· যেসব ছাত্র-ছাত্রীরা এস.এস.সি ও এইচ.এস.সি-তে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ-৫ , মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএ-৪.৭৫ (৪.৭৫+৪.৭৫=৯.৫) প্রাপ্ত তারা শুধুমাত্র প্রথম সেমিস্টারে ১০০% ক্রেডিট ফি মওকুফ পাবেন
· ন্যূনতম জিপিএ-৩.৮০ সহ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথম সেমিস্টারের ১০০% ক্রেডিট ফি মওকুফ পাবেন।
· সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের উপর ক্রেডিট ফি ছাড়ের ব্যবস্থা আছে।
· চলতি সেমিস্টারের জন্য ছাত্র-ছাত্রীদের মাসিক হোস্টেল চার্জ ১০০০/-
· ইউজিসি নিয়মানুযায়ী প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য মোট আসনের ৩% সংরক্ষিত রয়েছে, এছাড়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত রয়েছে মোট আসনের আরও ৩%। এই সকল শিক্ষার্থীরা ক্রেডিট ফি-তে ছাড় পাওয়ার যোগ্য।
ভর্তি তথ্য ও কোর্স ফি (শুধুমাত্র ফল ২০১৭ সেমিস্টার এর জন্য প্রযোজ্য |
ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা |
(১) এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমানের পাবলিক পরীক্ষায় প্রতিটি পর্যায়ে অবশ্যই নূন্যতম দ্বিতীয়
বিভাগ অথবা জিপিএ ২.৫ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় ন্যূনতম
জিপিএ ২.০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০ থাকতে হবে।
(২)O-Level পরীক্ষায় ন্যূনতম পাঁচটি বিষয় এবং অ-খবাবষ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুইটি বিষয়
অবশ্যই থাকতে হবে। উক্ত দুইটি পরীক্ষার অন্যূন সাতটি বিষয়ের মধ্যে চারটিতে বি গ্রেড
বা জিপিএ ৪.০ এবং বাকি তিনটি বিষয়ে সি গ্রেড বা জিপিএ ৩.৫ অবশ্যই থাকতে হবে।
(৪)মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমানের পাবলিক পরীক্ষায় মোট জিপিএ ৫.০
থাকলে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
(৫)স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণেচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে উপরে বর্ণিত শিক্ষাগত
যোগ্যতাসহ স্নাতক পর্যায়ে জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে।
বিভাগ অনুযায়ী ভর্তি হওয়ার জন্য যোগ্যতা |
· BBA program সকল গ্রুপের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।
· MBA program সকল গ্রুপের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।
· English এবং Law বিভাগে সকল গ্রুপের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।
· ইঞ্জিনিয়ারিং বিভাগে (EEE, CSE, Chemical Engg., Civil Engg) ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীর এস.এস.সি. ও এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষায় অবশ্যই Physics, Chemistry I Higher Mathematics থাকতে হবে।
ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষার সনদ পত্র, নম্বর পত্র,প্রশংসাপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও ১ সেট ফটোকপি জমা দিতে হবে।
·MBA, LL.M, M.A in English কোর্সে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি. ও বি.এ. বা সমমান পরীক্ষার সনদ পত্র, নম্বর পত্র, প্রশংসাপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও ১ সেট ফটোকপি জমা দিতে হবে।
· সদ্য তোলা রঙ্গিন ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজ ছবি।
ভর্তি হওয়ার জন্য যোগাযোগ ক্যাম্পাসঃ গ্রাম-মধুপুর, পোঃ-কার্তিকপুর, উপজেলা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর মোবাইলঃ ০১৭৭৫২১৭১১৭, ই-মেইলঃ zhsust.campus@gmail.com, admission@zhsust.edu.bd, |
|
বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে যোগাযোগ |
|
ব্যবসায় প্রশাসন বিভাগ |
01718581828 |
আইন বিভাগ |
01712547650 |
ইংরেজি বিভাগ |
01751539582 |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ |
01722211660 |
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
01717366039 |
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
01754416120 |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ |
01712658525 |