মাহবুব আলম//
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ৪ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেছে ইতালির ব্রেসিয়া শরীয়তপুর সমিতি। শুক্রবার (৮ ফেব্রুয়ারী) নড়িয়া ঢালীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থদের মাঝে এ অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মাহবুবুর রহমান শেখ।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের সহকারি পুলিশ সুপার কামরুল হাসান, নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি।
সভাপতিত্ব করেন হাজী আবুল হোসেন খালাসী। ব্যাপস্থাপনায় ছিলেন শরীয়তপুর সমিতি, ব্রেসিয়া-ইতালীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাহারুল আলম বাহার।
উপস্থিত ছিলেন নাজনিন আক্তার, আঃ সালাম মোল্লা, আলী আজগর ছৈয়াল, জাহাঙ্গীর ছৈয়াল, মিতুল মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ২শ টি পরিবারকে ২ হাজার টাকা ও সাধুর বাজার ট্রজেডিতে নিহত ৪টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০হাজার টাকা বিতরণ করা হয়।